আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় একটি প্রকল্পে প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে । যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূগোল, অ্যাগ্রিকালচার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় উইমেন রাইটস বা ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রোগ্রামিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ এবং রিপোর্টিংয়ে সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সময় ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে। প্রশিক্ষণ ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে। পরিকল্পনা, বাজেট করা, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্কশিট, আর্টিকুলেশন ও সোস্যাল রিসার্চে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।
পদের নামঃ প্রোগ্রাম অফিসার পদ সংখ্যাঃ এক (১) জন
চাকরির ধরনঃ চুক্তিভিত্তিক
কর্মস্থলঃ ঢাকা, ফিল্ড ভিজিট করতে হবে
বেতনঃ মাসিক মোট বেতন ৭৬,৪৩১ টাকা।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২৫।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে ক্লিক করে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে ।